আগামীকাল শুক্রবার চার দিনের সফরে কক্সবাজার আসছেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার (৫ জুন) মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়েসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সড়কপথে চট্টগ্রাম হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। ৭:৩০ টায় কক্সবাজারের সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রে উপস্থিত হবেন এবং সেখানে থাকা রেস্ট হাউজে রাত্রি যাপন করবেন।

পরদিন শনিবার (৮ জুন) সকাল ৯:৩০ টায় বোরি ক্যাম্পাসে সৈকত পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করবেন। ৯:৪০ এ ওশান অলিম্পিয়াড উদ্বোধন করবেন এবং ৯:৫০ এ থ্রিডি মুভি ও টেলিস্কোপ প্রদর্শনের উদ্বোধন করবেন। সকাল ১০:১০ এ বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড ওশান ডে ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১ টায় বোরি বিচ কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল ৫ টায় সৈকতের লাবনী পয়েন্টে সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী অলিম্পিয়াডে বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করবেন।

পরদিন রবিবার (৯ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট রামু এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরের শেষদিন সোমবার (১০ জুন) সকাল ১০ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024