জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন ) দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে জেলা পুনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আগের দিন ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের ন্যায় পুনাক জামালপুরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’
পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ।

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ - এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় পুলিশ লাইন্সে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন। 

এসময় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024