বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখা পরিচ্ছন্নতা অভিযান, মানববন্ধন, সচেতনতা মূলক মত বিনিময় ও বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচি পালন করেছে।


বৃহস্পতিবার (০৬ জুন ) কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান জনি ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন নেতৃত্বে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচি শুরুতে সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর মুক্তমঞ্চ এলাকায় পরিবেশ পরিচ্ছন্ন কর্মীদের মাস্ক বিতরন করে সচেতনতার উদ্দেশ্যে সাধারণ জনগনের সাথে মতবিনিময় করে । পরে পদ্মা পাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর পদ্মা নদী দখল মুক্ত ও পদ্মার চিরচেনা রূপ ফিরিয়ে আনতে মানববন্ধন করেন সংগঠনের নেতৃবৃন্দরা । শেষে নগরীর পাঠানপাড়া কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সহ-সভাপতি রেখা আকতার ,সহ সভাপতি আরিফুল ইসলাম , প্রচার সম্পাদক মো: রাইসুল ইসলাম আসাদ, তথ্য সম্পাদক নয়ন বর্মন, গ্রন্থাকার সম্পাদক মো: জাকারিয়া আহমেদ , কার্যনির্বাহী সদস্য রুশ আহমেদসহ অন্যান্য সবুজ বন্ধুরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024