|
Date: 2024-06-06 16:58:55 |
যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়ীয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ জুন)বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়ীয়া ইউনিয়নের মোট ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৪ ধুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ধুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আর রাফির নৈপুণ্যে শেষ কিক টা সেইফ করে নিজেই একটি কিক দিয়ে জয়ের গোলটি উপহার দেন ধুপখালী স্কুলকে সেমিফাইনালে ক্ষেত্রপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৫ গোলে ধুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফুটবল খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমে সমাপ্ত হয়। ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকগণ রাফিদের হাতে চ্যাম্পিয়ন হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৪ ট্রফি তুলে দেন।
© Deshchitro 2024