লাখাইয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় যুব ফোরাম এর সভা। 

বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর এর   “আস্থা” প্রকল্পের আওতায় শান্তি- সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল  সমাজ গঠনের লক্ষ্যে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় লাখাই উপজেলা যুব ফোরামের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের সঙ্গে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের সিংহগ্রামের কুদ্দুছ চৌধুরী বাড়ীতে বিকাল ৪ টায়  হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে এ সভাটি অনুষ্টিত হয়।

সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ আকিব শাহরিয়ার সহ কয়েকজন সদস্য। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের অর্ধশতাধিক নারী পুরুষ । 

সভায় বক্তাগন বলেন সমাজের শান্তি, সম্প্রীতি রক্ষা কল্পে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস ও  সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। 

সমাজে দাঙ্গা,বাল্যবিবাহ, বৈষম্য, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইতিবাচক দৃষ্টি ভঙ্গী নিয়ে কাজ করতে হবে। 

বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা পেতে ও আইনী সহায়তা পেতে প্রয়োজনীয় হটলাইন নাম্বারে যোগাযোগ করার বিষয়ে সকলের প্রতি আহবান জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাজিব হাসান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024