|
Date: 2024-06-07 04:40:58 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
গার্ল গাইডস্ এসোসিয়েশন শাজাহানপুর অঞ্চলের কমিশনার ও সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামিম হোসেন, জহুরুল ইসলাম, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গার্ল গাইডস একাডেমির উপজেলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024