গতকাল শুক্রবার ০৭ জুন, ২০২৪ ইং উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ। সভার সঞ্চালনা করেন, সদস্য জাহেদা বেগম। সদস্য তাওহীদ কর্তৃক পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভা'র সূচনা হয়। সভায় বিগত বছরের সাংগঠনিক অর্জন, চ্যালেন্জ ইত্যাদি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান। সভায় পরবর্তী বছরের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরবর্তী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নারী বিষয়ক সম্পাদক শারমিন জান্নাত মুক্তা ও নারী শক্তি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সহ নারী বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার। পাশাপাশি সংগঠনের রক্ত ব্যবস্থাপনা শাখা ব্লাড সেল এর কর্মকাণ্ড ও বাৎসরিক পরিকল্পনা আলোচনা করেন সমন্বয়ক আব্দুল করিম। এতে আরো বক্তব্য রাখেন প্রচার সম্পাদক ইমরান আল মাহমুদ, উপ প্রচার সম্পাদক আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম ও দপ্তর সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কাজের প্রশংসা করেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক প্রতিশ্রুতি প্রদান করেন।


সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা এবং বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024