|
Date: 2024-06-08 08:14:48 |
নামঃআলমগীর হোসেন(৪০)
পিতাঃ মৃত ইউসুফ মোল্লা।
গ্রামঃ দাঁত পুর (ধলগারাস্তা)
থানাঃ বাঘারপাড়া।
জেলাঃ যশোর।
শারীরিক বর্ণনাঃ উচ্চতা অনুমান ৫'৬" গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা পাতলা (চিকন),মুখে হালকা দাঁড়ি, চুলগুলো উস্কো খুস্কো (পাগলের মতো)।নিখোঁজ হওয়ার সময় তার পরনে শুধু ধুতি টাইপের একটা সাদা কাপড় পরা ছিল, খালি গায়ে ছিল।সে একজন মানসিক রোগি,গত রবি বার বাড়ি থেকে বের হয়েছে আর খুজে পাওয়া যাচ্ছে না বর্তমানে সে নিখোঁজ আছে । যদি কোন স্বহৃদয়বান ব্যক্তির চোখে পড়ে তাহলে নিম্নোক্ত নাম্বারে ০১৩১৩৫৭৮৮২২ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সবার কাছে শেয়ার করার অনুরোধ রইলো
© Deshchitro 2024