|
Date: 2024-06-08 11:36:24 |
অনলাইনে জুয়া খেলার মাধ্যমে টাকা খুইয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা যুবক।
শুক্রবার (৭ জুন) গভীর রাতে উপজেলার কুতুপালং নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর ক্যাম্পের এফ/৬ সাব ব্লকে এ ঘটনা ঘটে।
যুবকের নাম মো. উসমান (২৪)। সে ওই ব্লকের মাহমুদুল হকের ছেলে।
সূত্রে জানা গেছে, নিজ ঘরে বাঁশের সঙ্গে ওড়না বেঁধে গলায় প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল সে। সেখানে অনেক টাকা হারিয়েছে। পরে দেনা ও ঋণগ্রস্ত হয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
তিনি জানান, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। উখিয়া থানা পুলিশ কর্তৃক উদ্ধার-পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024