|
Date: 2024-06-08 11:42:40 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তাওয়াকুচা এলাকায় ডিপু তৈরি করে একশ্রেণির বালুখেকো সরকারের কাছে ইজারা না নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ৭ জুন শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নদী থেকে উত্তোলিত ইজারাবিহীন আনুমানিক ৬০ হাজার টাকার বালু জব্দ করে। জব্দকৃত বালু শীঘ্রই নিলামে বিক্রয় হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024