কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি মটর সাইকেল সংঘর্ষে মোহাম্মদ তুষার (২২)নামে এক পর্যটক নিহত হয়েছে। এসময় শাহজাহান(২৩) নামে আরেক পর্যটক ও সিএনজি ড্রাইভার জসিম (৫২) আহত হয়।


শনিবার (৮জুন) বিকেল ৪টার দিকে রামু হিমছড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বুড়িচং রাজাপুরের বাসিন্দা মজিদের পুত্র।


বিষয়টি নিশ্চিত করেন, হিমছড়ি ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল।


নিহত বন্ধুদের বরাতে তিনি জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টাপ্রতি ৩শত টাকা করে রেন্ট বাইক ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা বাইক নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা করেন।তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থাকা আসা অটোরিকশা( সিএনজি) সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তুষারের মৃত্যু হয়। বাইকের পিছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, মটর সাইকেল দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের পরিস্থিতি গুরুতর হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024