শ্যামনগরে ভারতীয় মদ সহ আটক দুই

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে ভারতীয় নয় বোতল মদ সহ দুই জনকে আটক করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, রবিবার(৯ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউপির চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  ইব্রাহিম ও বিল্লাল নামে দুই জনকে ভারতীয় মদ সহ আটক করা হয়।

চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকা থেকে ভারতীয় মদ ব্যাগে ভরে ভেটখালী বাজারের দিকে আসতেছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ নয় বোতল ভারতীয় মদ সহ ইব্রাহিম ও বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাটির সত্যত্য নিশ্চিত করেছেন এবং বলেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024