|
Date: 2024-06-09 15:44:58 |
ঘাটাইলে কলাবাগানে বিদ্যুতের মোটরের তার জড়িয়ে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৯ জুন(রবিবার) দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা মূলবাড়ী দক্ষিণপাড়া গ্রামে মৃত্যুর এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মান্নান দুপুরে পুকুরচালা জহুরুল ইসলাম আকন্দ মেম্বারের বাড়ির পশ্চিম পাশে নিজস্ব কলাবাগানে পানি দেওয়ার সময় হঠাৎ মোটরের তারে জড়িয়ে পড়ে।
এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে
© Deshchitro 2024