ইত্তেফাকুল উলামা নোয়াখলার আয়োজনে জিলহজ্জ ও কোরবানির ফাযায়েল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদ ইত্তেফাকুল উলামা নোয়াখলার উদ্যোগে জিলহজ্জ ও কুরবানির ফাজায়েল-মাসায়েল সম্পর্কে  আলোচনা সভা হয়ে আসছে। এবিষয়ে ইত্তেফাকুল উলামার সদস্য মাওলানা মোল্লা নুর উদ্দিন জানান, আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  মুসলিম সমাজের মাঝে সচেতনতা মূলক পবিত্র কোরবানি সম্পর্কে আলোচনা পেশ করে আসছেন নোয়াখালীর নির্ভরযোগ্য ওলামায়ে কেরামগন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল জামেয়া ওসমানিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, মুফতি খলিল আহমদ সাহেব ও হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব।

ইত্তেফাকুল উলামা নোয়াখলার পক্ষ থেকে  আরও জানানো হয়, তাদের কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকলে ধর্মপ্রাণ মুসলমানদের  ইসলাম সম্পর্কে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। এতে সমাজ অজ্ঞতার হাত থেকে মুক্ত হতে পারবে, এবং সঠিকভাবে দ্বীন পালনের প্রয়াস পাবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024