কক্সবাজার শহরে দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে। 


রবিবার (৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ঘটনাটি ঘটে।


নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ। তার বাপের বাড়ি চট্টগ্রামে। গত ৫ দিন আগে বিদেশ থেকে আসেন তিনি। সেখানে আরও একটি বিয়ে করে বলে খবর পান প্রথম স্ত্রী।   


নিহতের স্কুল পড়ুয়া মেয়ে নিহা জানান, তার বাবা কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে। তার মাকে ছাড়া আরও একটি বিয়ে করার বিষয় নিয়ে বাবা-মায়ের বাকবিতন্ডা হওয়ার কথা জানান। একপর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন। এ চা খাওয়ার পর বাবা অসুস্থবোধ করলে চা'য়ে কিছু মেশানোর অভিযোগ তুলে বাবা। মা সেটি অস্বীকার করে। পরে বাবাকে বিছানায় শুইয়ে দেয় মা।


নিহা আরও বলেন, এসময়ে আমি দুই দিন স্কুলে না যাওয়ায় মা আমাকে দরখাস্ত লিখতে যেতে বলে। আমি চলে যাই। পরে ফিরে এসে দেখি বাবা বিছানায় রক্তাক্ত পড়ে আছে,মা নাই।


পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


পুলিশ ঘটনাটির তদন্ত করছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024