|
Date: 2022-11-01 16:17:33 |
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধুপুর অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্র নাথ চক্রবর্তী। আলোচনা সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, মধুপুর যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও যুবরা উপস্থিত ছিলেন। পরে যুবদের মাঝে অতিথিরা ঋণের চেক বিতরণ করেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বলেন, বর্তমান সরকার যুবদের প্রশিক্ষিত করতে নানামুখী প্রশিক্ষনের মাধ্যমে কর্মমুখী করে যাচ্ছে। তিনি যুবদের উদ্দেশ্যে বলেন,চাকরির ক্ষেত্র সীমিত। তাই পড়াশোনা করে নিজের দাঁড়িয়ে ভালো কিছু করা যায়। অনেক ক্ষেত্রে নিজের আত্ম কর্মসংস্থানের পাশাপাশি বেকাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা যায়। এ ক্ষেত্রে যুবরাই দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি মাদক,বাল্য বিবাহসহ নানা বিষয়ে প্রতিরোধে যুবদের সচেতন হওয়ার আহবান জানান।
© Deshchitro 2024