|
Date: 2024-06-10 09:08:17 |
শ্যামনগরে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। স্কুল ছাত্রীর নাম জুই। সে উপজেলার রমজাননগর ইউপির তারানিপুর গ্রামে পালিত নানা হাজী আব্দুল ওহাবের বাড়ী থেকে আত্নহত্যা করে। তার পিতার নাম আব্দুল কাদের।
ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুই। তার পালিত নানার বাড়ী থেকে লেখাপড়া করত বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ব্যক্তি আকতার হোসেন বলেন সোমবার (১০ জুন) সকালে তার নানার বাড়ীর লোকজন দেখতে পায় তার নিজ বসত ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
পর শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ নামিয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শ্যামনগর থানা পুলিশ জানায় লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024