লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর ও  একটি গোডাউন । সোমবার (১০ জুন) বিকেল ৪ টায় লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ডের মেহের খাঁ রোডের ছয়াল বাড়ির মো: নূর নবীর বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। 


স্থানীয়রা ও ভুক্তভোগীরা  জানান, আমের গোডাউন থেকে আগুন লাগে এবং সেটি পাশ্ববর্তী বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তীব্রতা অনেক থাকায় কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এতে প্রায় ১২ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তারা। 


লক্ষ্মীপুর  ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আবদুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা ছিলো অনেক। আমরা ০৫ টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনি। গ্যাসের লাইন লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024