কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায়  ধুরুংবাজা‌রের ব‌্যবসায়ী তা‌রেক হত‌্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবিতে দোকান বন্ধরেখে  অর্ধ দিবস ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে বাজারের ব‌্যবসায়ীরা।সোমবার (১০ জুন) সকাল থে‌কে বাজা‌রে প্রায় ৯ শতা‌ধিক দোকান বন্ধ রে‌খে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করা হয়।এছাড়া বাজা‌রের তিন প্রবেশ মু‌খে ব‌্যা‌রি‌কেড দি‌য়ে সকল যানবাহন চলাচল বন্ধ সহ শুধুমাত্র ঔষ‌দের দোকান ছাড়া সব ধর‌ণের ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বাজা‌রের ব‌্যবসা‌য়ীরা জানান, বাজা‌রে এল‌পি গ‌্যাস ব‌্যবসা‌য়ী মো. তা‌রেক‌কে প‌রিকল্পিতভা‌বে দুষ্কৃ‌তিরা হত‌্যা করার প্রতিবা‌দে ও আসামিদের গ্রেফতা‌রের দা‌বি‌তে তারা দোকান-পাট সকাল থে‌কে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রে‌খে বি‌ক্ষোভ মি‌ছিল, সহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন কর‌ছেন।

এতে বক্তব্য রাখেন, ধুরুং বাজার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার উপ পরিদর্শক আল আমিন, সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার, সদস্য মো. হোছাইন, রিয়াদসহ প্রমুখ।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় কিশোর গ্যাং ব্যবসায়ী মো. তারেককে পরিকল্পিত ভাবে হত্যা করেন। এ হত্যার ঘটনার ৫ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ মূল আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁরা বলেন, হত্যাকারীদের কোনো পরিচয় নেই। তাঁদের একটাই পরিচয়, তাঁরা হত্যাকারী। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় মানববন্ধনে নিহত মো. তারেকের ভাই মো. জিহাদ প্রধানমন্ত্রীর কাছে এই হত্যার বিচার চান।

মূল আসামীদের গ্রেপ্তার করতে সকালের সহযোগিতা চেয়ে মানববন্ধনে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, ঘটনার পর থেকে মূল আসামিরা পলাতক। তাঁদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে, এ মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৫জুন বুধবার  বৃহস্পতিবার দিবাগত রাতে মো. তারেককে খুন করে। শুক্রবার নিহতের ভাই মো. জিহাদ বাদী হয়ে ১০জনের নামে মামলা দায়ের করেন। ওই ঘটনায় একজনকে  গ্রেপ্তার করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024