◾ শিক্ষা ডেস্ক : আজ ১০ জুন (সোমবার) ঐতিহ্যবাহী ঢাকা কলেজ প্লাটুনে অনির্বাণ-২০২৩ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ক্যাডেট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন, ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ ও পিইউও এ.কে.এম ইলিয়াস, বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ। 


উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঢাকা কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও আ.ক.ম রফিকুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিইউও মো: আব্দুল্লাহ আল মামুন, দর্শন বিভাগ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণ ও শিক্ষক মন্ডলী।


অনুষ্ঠানের আয়োজনে "অনির্বাণ-২০২৩" ম্যাগাজিনের মোড়ক উন্মোচন , ক্যাডেটদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও বিএনসিসি, ঢাকা কলেজ প্লাটুনের ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।


উল্লেখ্য , অনুষ্ঠানে অংশগ্রহণসহ পুরো কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেটবৃন্দ। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024