দেশের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আগামী ১২ জুন (বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’। দিনব্যাপী এই মেলায় ২০টির অধিক চাকরিদাতা প্রতিষ্ঠান ২ হাজার এর বেশি চাকরি নিয়ে উপস্থিত থাকবেন।


রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এটুআই, রাজশাহী কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হবে কর্মসংস্থান বিষয়ক বৃহৎ এই মেলা।


মেলার আয়োজকরা জানিয়েছে , রাজশাহী কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী, স্নাতক ও ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীরা এই মেলায় অংশ নিতে পারবেন। দেশ সেরা স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সরাসরি চাকুরী প্রত্যাশীদের কাছে থেকে সিভি জমা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিভি মূল্যায়ন ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চাকুরী নিশ্চিত করবেন।


চাকরিদাতা প্রতিষ্ঠানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সকল তথ্য এই মেলায় থাকবে।


এ ছাড়া ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়া ও ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য নিজেকে গড়ে তোলার গাইডলাইনও পাওয়া যাবে এই কর্মসংস্থান মেলায়।


আগ্রহীরা অনলাইনে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024