|
Date: 2024-06-11 05:07:15 |
জয়পুরহাটে গরুবাহী ট্রাকের চাপায় রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং মবিদুল নামে একজন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১১ জুন) রাত সারে ৮ টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান (৪৭) সদর উপজেলার রাংতা এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে। আহত মুবিদুল একই এলাকার কাদোয়া গ্রামের চানমিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রায়হান হাসপাতাল থেকে তার অসুস্থ স্ত্রীকে দেখে যাবার পথে রাস্তার ধারে ছিটানো রাস্তা সংস্কারের ইটের খোয়ার উপর মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায়। এ সময় পেছন থেকে ট্রাকটি এসে তার মাথার উপর চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে করলে উত্তেজিত জনতা ট্রাকটি আটকিয়ে থানায় খবর দিলে পুলিশ ট্রাকটি আটক করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান,এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।
© Deshchitro 2024