|
Date: 2024-06-11 07:33:39 |
৭ বছরের এক শি'শু'কে ধ'র্ষ'ণে'র অভিযোগে মোহাম্মদ কামাল উদ্দিন (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
রবিবার ( ৯ জুন) সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার পৌরসভাধীন উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগীর মা। অভিযুক্ত মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়ি কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া এলাকায়।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার জমা দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এজাহার সূত্রে জানা যায়, ধ'র্ষ'ণে'র শি'কা'র হওয়া ৭ বছরে শি'শু'সহ তার আরো দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে বেড়াতে যায় শি'শু'টির মা। সেখান থেকে শি'শু'টি খেলার সাথীদের সাথে খেলাধুলা করে বাড়ির ফেরার পথে অভিযুক্ত মোহাম্মদ কামাল উদ্দিন (২৫) শি'শু'টি'কে মুখ চে'পে ধরে পার্শ্ববর্তী একটি খোলা মাঠে নিয়ে গিয়ে ধ'র্ষ'ণ করে। এসময় খেলার সঙ্গীরা বিষয়টি দেখতে পায়। পরবর্তীতে তার মা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে র'ক্তা'ক্ত অবস্থায় শি'শু'টিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগে ভর্তি দেয়।
বর্তমানে ভিকটিম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
© Deshchitro 2024