|
Date: 2024-06-11 10:50:24 |
বগুড়ার আদমদীঘিতে নেশাজাতীয় মাদক দ্রব্য ১৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১০জুন) রাতে আদমদীঘি রেলওয়ে স্টেশনের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন আদমদীঘি উপজেলার ডালম্বা বস্তির মৃত ছামাদের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে আদমদীঘি রেলওয়ে স্টেশনের জনৈক তোফাজ্জল হোসেনের চায়ের দোকানের সামনে রাস্তায় মাদব বিকিক্র করার সময় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদক দ্রব্য ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, আজ মঙ্গলবার গ্রেফতারকৃত হারুনকে আদালতে পাঠানা হয়েছে।
© Deshchitro 2024