|
Date: 2024-06-11 14:03:09 |
দেশ থেকে প্রায় বিলুপ্তির হয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় খেলা যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।১১ জুন মঙ্গলবার উপজেলার ইন্দ্রা গ্রামের কয়ার বটতলা মাঠে এই ঘৌড়দৌড়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী এই ঘৌড়দৌড় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচি চেয়ারম্যান এফ এম আশরাফুল কবির (বিপুল ফারাজী)
সম্পুর্ন খেলাটির সার্বিকভাবে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওয়াহিদুর রহমান আবু মোতালেব তরফদার।তিনি আমাদেরকে জানান ঘৌড়দৌড় প্রতিযোগিতায় পাশ্ববর্তী জেলা নড়াইল,মাগুরা,সাতক্ষীরা থেকে আশা প্রায় ১৬ থেকে ১৮ জোড়া ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।ঐতিহ্যবাহী এই ঘৌড়দৌড় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত,০৫ নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,০৮ নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরদার।অনুষ্ঠানটি সম্পুর্ন হওয়া পর্যন্ত সার্বিক সঞ্চালনা করেন,ক্রীড়া সংঘটক,মাসরুল আলম।
© Deshchitro 2024