জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুনাকের আয়োজনে জামালপুর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 

পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। এসময় তিনি  বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে।'

জেলা পুলিশের অধস্তন কর্মচারী আউটসোর্সিং, তাঁদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুনাকের  আয়োজিত ওই অনুষ্ঠানে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ বলেন, 'পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

পুনাক নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।'

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024