সেনবাগ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ জুন)  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্হানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ এর কার্যালয়ের আয়োজনে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের দুপুর সোয়া ১টায় চট্টগ্রাম প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। 

এসময় সেনবাগ উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম দিপু, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম সহ চট্টগ্রাম বিভাগে ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীগণ শপথ গ্রহণ করেন।

এসময় নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, ২য় ও ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024