|
Date: 2024-06-12 23:51:04 |
বুধবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে তাদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল ।
হাতেম আলী সড়কের স্বজন সমাবেশ কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, উপজেলা স্কাউটস সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান কামাল, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রাসেল, প্রধান শিক্ষক সৈয়দ আনসারুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, সংবর্ধিত ইউনিট লিডার মো. রাজিব আহমেদ, দেশসেরা কাবিং কাব স্কাউট তাহমিন ইসলাম আবিদ, তার মা গৌরীপুর মহিলা কলেজ স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান লাকি, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুভূতি প্রকাশে বক্তব্য রাখেন- পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, স্বজন সুজন দাস, মো. ইমাম হোসেন, মাকসুদা খান তিশা, তাহমীন রশিদ অর্পনা, আসমা খানম, মেহেরিয়া হক, রিমশা, ইবনাত ইসলাম পারিশা, তাসফিয়া জাহান রায়মা, আহনাফ রশিদ তনয়, রুবাইয়াত ইসলাম রোদেলা, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।
© Deshchitro 2024