শ্যামনগরে গরীব অসহায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৩জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সাতক্ষীরা-৪ আসনের এমপির ঐচ্ছিক তহবিল হতে গরীব, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই লক্ষ এগার হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য সহ চেক বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের উন্নয়ন হয়েছে। এভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চান।

উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, রিপোটার্স কাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ। অনুষ্ঠানে ২০টি পরিবারের মাঝে দুই লক্ষ এগার হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে গরীব অসহায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024