আশাশুনিতে পিএফএস পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্রের কৃষানিদের সাথে মতবিনিময়, সেশান পরিচালনা ও পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সোদকনা পূর্বপাড়া পার্টনার ফিল্ড স্কুলে (পুষ্টি) সেশান পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্প খুলনা অঞ্চল খুলনার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন। সভায় এসএপিপিও মোঃ বেল্লাল হোসেন, ট্যাগ উপ সহকারী কৃষি কর্মকর্তা আছাদুল ইসলাম এবং সহায়তাকারী উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, সানা আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। 
পরে মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন পার্টনার ফিল্ড স্কুল মনিটরিং ও সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং পিএফএস (পুষ্টি গ্রুপ) এর সদস্য কৃষাণিদের নিয়ে মহিলা, শিশু গর্ভবতী মায়েদের পুষ্টি বিষয়ক সেশান পরিচালনা এবং খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024