আজ শুক্রবার ১৪ জুন সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৫ তম প্রয়ান দিবস।

আজ ১৪ জুন/২৪ শুক্রবার সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৫ তম প্রয়ান দিবস। ১৯৯৯ সালের ১৪ জুন রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে তাকে নির্মমভাবে হত্যা করে আততায়ীরা।

সাংবাদিক প্রোটন দাশগুপ্ত লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের  স্বজন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।

তাঁর পিতার নাম ডাঃ সুভাষ দাশগুপ্ত এবং মাতার নাম রেনু বালা দাশগুপ্ত। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তিনি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়ে ৫ শ্রেণী পাশ করেন।

মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। 

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম কম শেষ বর্ষের ছাত্রাবস্থায় তিনি  জাতীয় দৈনিক লাল সবুজ পত্রিকার মাধ্যমে  সাংবাদিকতায় হাতেখড়ি। 

এছাড়াও তিনি ততকালীন সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার মতো নামকরা প্রত্রিকার সাথে যুক্ত ছিলেন।

তিনি ছিলেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদ এর সদস্য।এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই  ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি  আশীষ দাশ গুপ্ত জানান, প্রতিবছর প্রয়াত প্রোটন  দাশগুপ্ত এর  মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে আসছি । তাছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও  সাংবাদিক প্রোটন দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024