৫ নং দুওসুও ইউনিয়ন সহ বালিয়াডাঙ্গী উপজেলা বাসী -কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন  'স্বাধীন সমাজ কল্যাণ' পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক মোঃ উল্লাহ রায়হান দুলু । শুভেচ্ছা বাণীতে - সকলকেই  পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। 

“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা  মুসলিম জাতির দ্বারে সমাগত। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ,  শিক্ষা, চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা  ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া কর্তব্য।  ‘‘প্রতিবছর ঈদ আসে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম -প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবার দিন ৷ ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা  কর্তব্য ।প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।

আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ভেদাভেদ,  অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা।  ঈদ যে আনন্দের বার্তাবয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল আযহার  আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। 

 পরিশেষে, ঈদ সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের  ঈদ, হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024