|
Date: 2024-06-14 07:53:30 |
সেন্টমার্টিনের মানুষের জন্যে খাবার সামগ্রী নিয়ে জাহাজ যাচ্ছে শুক্রবার। সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে।
সবকিছু ঠিকঠাক থাকল সকাল ১১ টার পরপরই কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ'র ঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিন রওয়ানা দিতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জাহাজে করে ৭৫ টন খাদ্য পন্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এসব খাবার ও অন্যান্য সামগ্রী দিয়ে প্রায় ২ মাসের চাহিদা মেটাতে পারবে দ্বীপবাসী এমনটাই ধারণা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অন্তত ৪টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাটে। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় সাড়ে তিন ঘন্টা পর টেকনাফের সাবরাং এসে পৌছায় ট্রলারগুলো।
তবে বৃহস্পতিবার জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বহনকারী নৌযান যাওয়ার কথা থাকলেও মিয়ানমারে গোলাগুলি অব্যাহত থাকায় সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারী লোকজনদের জন্য সেসব খাবার নিয়ে যেতে পারেনি।
© Deshchitro 2024