|
Date: 2024-06-14 07:56:24 |
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলি’সহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৭ ব্লকের বাসিন্দা মৃত আলী জোহর এর ছেলে জাকারিয়া (৩২)।
বৃহস্পতিবার(১৩ জুন)রাতে উখিয়ার ১০ রোহিঙ্গা ক্যাম্পর বিশেষ অভিযান চালানো হয়।
র্যাব ১৫-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
র্যাব সুত্রে জানা যায়, সে জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘাটি বিলে লুকিয়ে রাখত।
উদ্ধারকৃত অস্ত্রটি পাশ্ববর্তী মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃর্ক ব্যবহৃত বলে র্যাব জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ পর্যন্ত র্যাব সদস্য উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১৭জন আরসার সদস্যকে গ্রেফতার করেছেন। এসময় তাদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, ০৫টি গ্রেনেড, ০৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরী হ্যান্ড গ্রেনেড, ১৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ০৪টি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।
© Deshchitro 2024