|
Date: 2024-06-15 07:15:57 |
ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ কিশোরগঞ্জ উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো'র সম্পাদক ও প্রকাশক মো.আদর আলী।
তিনি জানান,পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির।
এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
আরও বলেন – পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।
আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি, সমৃদ্ধি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের আলো'র সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক
© Deshchitro 2024