"আপনারা বাংলাদেশের নাগরিক,আপনাদের সাথে সরকার সবসময় আছে।" টিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন সেন্টমার্টিনের বাসিন্দাদের উদ্দেশ্যে এ বার্তা দেন। 


মিয়ানমারের যুদ্ধ জাহাজ অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীন সংঘর্ষের কারণে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সে দেশের অভ্যন্তরে অবস্থান করছে। এতে স্বাভাবিকভাবে সেন্টমার্টিনের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।


 তাদের অভ্যন্তরীন গোলাগুলি আমাদের জলসীমায় এসে পড়ছে এতে ট্রলার বা মানুষ যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে খাদ্য সংকট দেখা দিয়েছিলো। তবে খাদ্য সংকটটা এই মুহুর্তে আমরা সমাধান করেছি।


আজ শুক্রবার (১৪ জুন) জাহাজে করে ২০০ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে খাদ্যপণ্য নিয়ে জাহাজ পৌঁছে গেছে সেখানে। তারপরও বিকল্প রুট শাহপরীর দ্বীপ হয়ে গোলারচর দিয়ে প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছি। যদিও ভাটার সময় নৌ চলাচলে কিছুটা সমস্যা হয় তারপরও ড্রেজিং করে ওই রুটটা ব্যবহার করবো। 


এছাড়াও সেখানকার প্রসূতি ও মহিলাদের জন্য ৩ জন মিডওয়াইফ পাঠানো হয়েছে। তবু ইমার্জেন্সি সিচুয়েশনে রোগী আনা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।  


গত এক সপ্তাহ ধরে নৌরুটে ট্রলার চলাচল বন্ধ থাকার কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছিলো। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের গোলাগুলি ট্রলারে এসে পড়েছে এতে টেকনাফ থেকে ট্রলার যাতায়াত বন্ধ ছিলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024