|
Date: 2024-06-15 09:06:13 |
মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় মুরগী বহনকারী ভুটভুটি গাড়ির ধাক্কায় হবিবর (৫০) নামের এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত: কেয়ামউদ্দিন এর ছেলে।
শনিবার (১৫জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে নজিপুর - সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সাইকেল আরোহী হবিবর নজিপুর থেকে সাপাহারের দিকে যাচ্ছিল একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভুটভুটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলেই হবিবরের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024