|
Date: 2024-06-15 18:35:33 |
স্বর্ণের দুল কিনে না দেয়ায় আত্মহত্যা করলো রাশিদা খাতুন। রাশিদা খাতুন (১৫) কুড়িগ্রামের উলিপুরের দলদলিয়া ইউনিয়নের স্বরপদী ওলাকার মৃত রাশেদুল ইসলামের কন্যা।ঘটনাটি ঘটেছে ১৫ জুন শনিবার সকালে।
গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করে।
পুলিশ জানায়, রাশিদা খাতুন পার্শ্ববর্তী দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে স্বর্ণের কানের দুল কিনে দেওয়ার বায়না ধরে। শনিবার সকালে আবারও কানের দুল কেনার জন্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের (ধরনা) আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
© Deshchitro 2024