বাঁশখালী উপজেলাধীন ৭নং সরল ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩২৬৮পরিবারের মাঝে  মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ প্রতি পরিবারের মাঝে ১০কেজি করে ৩২,৬৮০কেজি চাউল ও ২১৪৬ জনের মাঝে টিসিভি পণ্য ২কেজি সোয়াবিন ৫কেজি চাউল ২কেজি করে মশরড়াল  বিতররণ করা হয়েছে। শনিবার ১৫-৬-২০২৪ইংরেজি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিএফ'র এ চাউল বিতররণ করা হয়। এই সময় উপস্হিত ছিলেন,সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাণা ভট্রচার্য্য,সহকারী অফিসার নুর হোসেন, ইউপি সচিব হারুন রশিদ চৌধুরী, ইউপি সদস্য জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান শেলিম উদ্দিন, ইউপি সদস্য রশিদ আহমদ, ইউপি সদস্য সাহেদ, ইউপি সদস্য নুরুন্নবী, ইউনিয়ন পরিষদ সহকারী মোঃ মোঃ উল্লাহ সহ অন্যান্য ইউপি সদস্য বৃন্দ। টেগ অফিসার রাণা ভট্রচার্য্য বলেন,আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ চাউল ১০কেজি করে ৩২৬৮ পরিবারের মাঝে ৩২,৬৮০কেজি চাউল সুষ্ঠু ভাবে বিতরন করেছি,এবং  পরপর ২১৪৬ পরিবারের মাঝে ন্যায্য মুল্য টিসিভি পণ্য বিতরন করেছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024