'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই'–স্লোগানে নীলফামারীর ডোমার পৌরসভার সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ই জুন) সকালে পৌর শহরের বাটার মোড় রুবেল চত্বর স্থ বাজার-চিকনমাটি সড়কের বন্ধন গ্রুপের বাস্তবায়নে ও ডোমার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইলিয়াছ হোসেন, সমাজসেবক ডাঃ মোঃ ফিরোজ আলম চিনু, পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, বন্ধন গ্রুপের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফ বিন রশিদ দ্বীপ, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024