পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই জুন) বিকাল ৪টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মাঠে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন করেন মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার।

৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন শাহিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে, মেলার প্রতিটি স্টল ও বিভিন্ন জিনিসপত্রের দোকান সহ আগত বিভিন্ন শিশুতোষ রাইড পরিদর্শন করেন অতিথিরা। মেলায় আগত দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঈদ উপলক্ষ্যে মেলার আয়োজকদের ধন্যবাদও জানান স্থানীয়রা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024