|
Date: 2024-06-16 14:46:31 |
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যশোরের বাঘারপাড়া উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন আমি নই আমরাই সেবা সংঘ এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ খালিদ হাসান।
ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঘারপাড়াবাসী সহ- সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,, আমি নই আমরাই সেবা সংঘ, ( একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন)এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ খালিদ হাসান।তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
তিনি আরও বলেন– পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। দেশবাসী সহ সর্বস্তরের সম্মানিত মুসলমান ভাই ও বোনদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 'ঈদ মোবারক'।
© Deshchitro 2024