কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: রুকুনুজ্জামান শাহীন।


বুধবার ( ২ নভেম্বর)  এ উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বে-সরকারী ফলাফলে তিনি আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২শ ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো: সোলায়মান আলী সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩শ ৬২ ভোট।

 

চলতি বছরের  ২২ আগষ্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম এর মৃত্যু হলে পদটি শুন্য হয়।


ভোট গণনা শেষে চিলমারী উপজেলার ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকীব।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024