গত ২০শে মে নবাব আলী চৌধুরী সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ যুব ছায়া সংসদ কতৃক আয়োজিত ১৪তম অধিবেশনে বসে।


উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: আব্দুল ওয়াদুদ দারা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক জনাব ফেরদৌস আহমেদ, জনাব অনিমা মুক্তি গমেজ (এমপি, সদস্য ,সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি).


অধিবেশনে বক্তব্যে , বিরোধীদলীয় সদস্যগণরা বলেন সরকার বিরোধীতা নয়, বরং সরকারের শত কাজের মধ্যে বাদ পড়ে যাওয়া উন্নয়ন গুলো নিয়েই আমরা বিরোধীদল বিভিন্ন আসনের প্রতিনিধি হিসেবে ১৪ তম জাতীয় অধিবেশনে 'পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় আন্ত মন্ত্রণালয় সমন্বয় সাধন ,যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট ' নিয়ে ১৬ কোটি মানুষের কল্যাণে ৫ কোটি যুবকের হয়ে কথা বলেছি বলে জানান সংসদের যুব এমপি মহোদয়বৃন্দ। 


সংসদে আরো উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মহোদয় , অতিরিক্ত সচিব - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও আন্তর্জাতিক সংস্থা Global Alliance for Improved Nutritionএর প্রতিনিধিগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024