জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ওই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। 

আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদাহ আগারি এলাকায় যমুনা নদীতে ফেলানো স্থানীয় বাসিন্দা ভুন্দুলি মাঝির ছেলে এনামুল মাঝির ছিপ জালে মাছটি ধরা পড়ে।


এনামুল মাঝি বলেন, 'আমার ছিপ জালে একটি বড় আকারের বোয়াল মাছ ধরা পড়ে। ওজন করলে মাছটি ১৮ কেজি হয়। মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেছি।'


মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, 'মাছটি আকারে অনেক বড় ছিলো। বিশেষ করে বড় বোয়াল মাছ সচারাচর পাওয়া যায় না। সেকারণেই মাছটি ২২ হাজার টাকায় কিনেছি।'


চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, 'যমুনা নদীতে স্থানীয় এক ঝেলের জালে 

১৮ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়লে, মাছটি দেখতে লোকজনের ভিড় পড়ার খবর পেয়েছি।'



উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ইসলামপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। ওই সময় মাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছিলো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024