কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 


বুধবার (১৯ জুন) সকালে রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন টিটিএন-কে বলেন, শুনেছি ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছি। পরে নিশ্চিত করা যাবে মৃত্যুর সংখ্যা কত।


রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বস প্রবণ এলাকা। পাহাড়ি এলাকায় বসবাস করে রোহিঙ্গারা। গতকাল থেকে একটানা ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024