|
Date: 2024-06-20 08:16:37 |
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবিরের আয়োজিত ভদ্রঘাট মুক্তিযুদ্ধদিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মধ্য ভদ্রঘাট স্মৃতিসৌধ ও জাদুঘর মাঠ প্রাঙ্গনে এই মুক্তিযোদ্ধার জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে মুক্তিযুদ্ধর পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে বৃক্ষরোপণ করেন। পরে স্মৃতিসৌধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানটি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম তালুকদার লাবু, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024