|
Date: 2024-06-20 13:47:04 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মোটরসাইকেল চালক আলমগীর হোসেনের কন্যা।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ দিন আগে পারিবারিক ভাবে রিয়া আক্তারকে বিয়ে হয় উপজেলার সিংহলাল গ্রামের রায়দুল গাজীর ছেলে ট্রলি চালক মেহেদী হাসান (২১) এর সহিত।
বিয়ের পরে রিয়া আক্তার তার স্বামীর বাড়ীতে ২০ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। কি কারনে সে আত্নহত্যা করেছে তা তার পরিবার ও স্বামীর বাড়ীর লোকজন বলতে পারছেন না। ঘটনার সময় ট্রলি চালক মেহেদী হাসান বাসায় ছিলেন না বলে জানান।
থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান তিনি লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
© Deshchitro 2024