|
Date: 2024-06-20 15:55:59 |
উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হামিদুল হক চৌধুরী ছিলেন উখিয়ার সার্বজনীন নেতা। দল-মত নির্বিশেষে সকলের সাথে ভারসাম্য রক্ষা করে সুষ্ঠু ধারার রাজনীতি করে ব্যক্তিত্ব বজায় রেখে চলতেন। কলেজ প্রতিষ্ঠা করে ছড়িয়ে দিয়েছেন শিক্ষার আলো।
বৃহস্পতিবার(২০ জুন) বিকেলে প্রয়াত অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্মরণে উখিয়া নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা।
মাওলানা সালেহ আহমদের কোরআন তেলাওয়াতের অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। উখিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাফফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন উখিয়া নাগরিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম মাহবুব।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা, এ্যাডভোকেট ছমি উদ্দিন, ইস্কান্দার চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি দলিলুর রহমান শাহীন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা মাহমুদুল হক, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ কাঞ্চন, মো.জালাল উদ্দিন, আব্দুস সালাম মধু, হামিদুল হক চৌধুরীর কন্যা ইঞ্জিনিয়ার নুশরাত হক চৌধুরী ও উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন প্রমুখ।
© Deshchitro 2024