|
Date: 2024-06-21 09:51:44 |
পাগলা কুকুরের কামড়ে টেকনাফে মা ছেলে সহ একই দিনে ৩জন আহত হয়েছে।
আজ ২০জুন( বৃহস্পতিবার) বিকালে টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার মো. ইসলামের স্ত্রী খাতিজা বেগম (৪৭) ও তাঁর পুত্র মো. আদিল (১৯) কে পাগলা কুকুর কামড়িয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অপর একজনের নাম জানা যায়নি।
আহত অবস্থায় তাঁদেরকে টেকনাফ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী সৈকত হোসেন জানান, ❝আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুকুরে কামড়ানো অবস্থায় ২জন রোগী আসেন, ওনারা সম্পর্কে মা ছেলে হন। ছেলের অবস্থা কিছুটা খারাপ। তাদেরকে ভ্যাক্সিন দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদেরকে সিডিউল লিখে দেওয়া হয় এবং অবশিষ্ট ভ্যাক্সিন টেকনাফ সদর হাসপাতালে এসে নেওয়ার জন্য বলা হয়েছে।❞
স্থানীয় কচুবনিয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, মা-ছেলেকে কামড় দেয়ার পর এলাকার লোকজন লাঠি-সোঠা নিয়ে পাগলা কুকুরটাকে ধাওয়া করে। এসময় কুকুরটা লোকজনের হামলায় আহত হয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা এই যে, একটি কুকুরই কিন্তু সব দিকে আতঙ্ক ছড়াচ্ছে। কুকুরটি পাগল হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সামনে যাকে পাচ্ছে তাকে কামড় দিয়ে পালাচ্ছে। কুকুরটিকে এখনো শনাক্ত করা যায়নি। যার কারণে, সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে কুকুরটিকে শনাক্ত করার দাবি জানান।
উল্গলেখ্য গত ১৭জুন একদিনে ১৭জনকে পাগলা কুকুর কামড়িয়ে আহত করে। তন্মধ্যে, ২জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। অপর ১৫জন বাসায় চিকিৎসা নেওয়ার পাশাপাশি অবশিষ্ট ভ্যাক্সিন টেকনাফ সদর হাসপাতালে এসে নিচ্ছে। আজকের ৩জনসহ ২০জনের বেশি মানুষ একই কুকুরের কামড়ে আক্রান্ত হয়।
এদিকে একের পর এক কামড়ের ঘটনায় টেকনাফে পাগলা কুকুর আতংক দেখা দিয়েছে।
© Deshchitro 2024